আমি না আমরা শ্লোগানে টেলিপ্যাব নির্বাচনে মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল


ওপার বাংলায় এখনো চলছে মিডিয়া নির্বাচন হাওয়া ।বিতর্কিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরেই আগামীকাল ১৯ মার্চ টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২৪ (দু বছর মেয়াদী)নির্বাচন অনুষ্ঠিতে হতে যাচ্ছে । টেলিভিশন প্রযোজকদের সবচেয়ে বড় সংগঠন এটি । এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সভাপতি পদে মনোয়ার পাঠান এবং সাধারণ সম্পাদক সাজু মুনতাসির ও যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক রেজাসহ সমমনা ২৭ জন প্রার্থী এবং ভোটারদের মিলনমেলা। এই আয়োজনে উপস্থিত ছিলেন টেলিভিশন এবং চলচ্চিত্রের পরিচিত মুখ। প্যানেলভুক্ত নির্বাচন না হলেও একজোট হয়ে এখানেই মনোয়ার পাঠানসহ সমমনা ২৭ জন একযোগে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে সভাপতি পদপ্রার্থী মনোয়ার পাঠান উপস্থিত সবার উদ্দেশে পড়ে শোনান সেই ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারে সমমনা ২৭ জনের স্লোগান ছিল, ‘আমি না, আমরা’। এই ২৭ জন চান, টেলিপ্যাব হবে সবার। সভাপতি, সাধারণ সম্পাদক এবং একজন সাধারণ সদস্যের অধিকার এবং সম্মান হবে এক ও অভিন্ন।
নির্বাচন উপলক্ষে গত মেয়াদের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক রেজা বলেন- এবারও আমি যুগ্নসাধারন সম্পাদক প্রার্থী । আমাদের এবারের পুরো প্যানেল সময় উপযোগী প্যানেল। যারা সবাই সরাসরি প্রযোজনার সাথে জড়িত । নির্বাচনে আলাদা করে প্যানেল হলেও আমরা সবাই একটি পরিবার ।পুরো টেলিভিশন ইন্ডাস্ট্রি একটি পরিবার। তাই আমাদের নির্বাচনী শ্লোগান আমি না আমরা । টেলিভিশন জগতের সাথে জড়িত সবার জন্য আমরা আছি এবং আমরা থাকবো। প্রযোজকদের স্বার্থ রক্ষার জন্য আমাদের কমিটি সবধরনের কাজ করবে ।

যুগ্ন সাধারন সম্পাদক পদপ্রাথী রেজাউল হক রেজা

সাধারণ সম্পাদক প্রার্থী সাজু মুনতাসির বলেন, ‘আমাদের পরিচয় আমরা প্রযোজক এবং প্রযোজকদের জন্যই গড়ে তুলবো আগামীর টেলিপ্যাব। আমরা আমাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহারে ততটুকুই বলবো, যতটুকু দুই বছরে বাস্তবায়নযোগ্য। আমরা প্রযোজকদেরকে মিছে স্বপ্নে বিভোর করতে চাই না, কথার ফুলঝুরিও ছিটাতে চাই না। কথা দিলাম, আমাদের ভাবনা হবে এবার সেটাই, যা কেউ আগে ভাবেনি এবং সেই ভাবনা অবশ্যই বাস্তবায়নযোগ্য, অলীক স্বপ্ন নয়।’
ভাবনার বাস্তবায়নে সাংগঠনিক এবং আইনি- দুটি বিষয়েই মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল শতভাগ সচেতন বলে দাবি করেন। শুধু প্রয়োজন সকলের সমর্থন।

সাধারন সম্পাদক পদে লড়ছেন সাজু মুনতাসির

নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থী মনোয়ার হোসেন পাঠান বলেন, ‌‘আমরা আমিত্বকে বিশ্বাস করি না বলেই আমাদের স্লোগান ‘আমি না, আমরা’। এই স্লোগানে আমরা সমমনা ২৭ জন এক হয়েছি। আমরা মনে করি আমিত্বকে দূরে ঠেলে আমরা সবাইকে নিয়ে টেলিপ্যাবকে সময় উপযোগী, আধুনিক এবং কার্যকর একটি সংগঠনে রূপ দিতে পারবো।’

সভাপতি, সাধারন সম্পাদক ও যুগ্ন সাধারন সম্পাদক
মনোয়ার হোসেন পাঠান ও সাজু মুনতাসির প্যানেল