“কমেডি চরিত্রে অভিনয় করতে চাই”:কাঞ্চনা

টেলিভিশনের তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী।তাঁকে অবশ্য টেলিভিশনের দর্শকরা নেগেটিভ চরিত্রেই দেখেন।কিন্তু সেই নেগেটিভ চরিত্রই হয়ে ওঠে গল্পের মূল আকর্ষণ।’জগদ্ধাত্রী’,’সাঁঝের বাতি’, ‘মাধবীলতা’,’যমুনা ঢাকি’,’খুকুমণি হোম ডেলিভারি’ সহ অসংখ্য মেগায় তাঁকে দেখা গেছে শয়তানি করতে।এবং তাঁর অভিনয় দক্ষতা কতটা তা এতদিনে দর্শক বুঝে গেছেন।নতুন করে বলার কিছু নেই।তিনি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

টেলিভিশনে নেগেটিভ চরিত্র করলেও কাঞ্চনা যখন ছবিতে অভিনয় করেন তাঁর ছবির চরিত্রগুলো ব্যতিক্রমি তো বটেই এবং প্রত্যেকটির চরিত্র একটার থেকে আরেকটি আলাদা।’বিলু রাক্ষস’,’গুহামানব’,’বাই বাই ব্যাংকক’,’অ্যাক্সিডেন্ট’, ‘শজারুর কাঁটা’,’টুসকি’,’পাখি’র মতো ব্যতিক্রমি ছবিতে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।

 


অভিনেত্রীর প্রচন্ড ইচ্ছে একটা দারুন কমেডি চরিত্রে তিনি অভিনয় করবেন।
কথায় কথায় তিনি জানালেন দীর্ঘ ২২ বছরের অভিনয় কেরিয়ারে তিনি বহু চরিত্রে অভিনয় করেছেন।দর্শকদের ভালোবাসা পেয়েছেন।দর্শকদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় পুরস্কার।

তিনি এ প্রসঙ্গে আরো বললেন,”ছবির অনেক পরিচালক ভাবেন আমি টেলিভিশন করি বলে ছবিতে হয়তো বেশি সময় দিতে পারবো না।সেটা একদম ভুল।আমি টেলিভিশনের পাশাপাশি এতগুলো ভালো ভালো ছবি করেছি।ভবিষ্যতেও পরিচালকরা ভাবলে বা সুযোগ দিলে আরো ভালো ভালো ব্যতিক্রমী ছবিতে অভিনয় করতে চাই।”

তিনি টেলিভিশন ছবির পাশাপাশি যাত্রা ও থিয়েটারেও অভিনয় করেছেন।ব্রাত্য বসুর নির্দেশনায় ‘হ্যামলেট দ্য প্রিন্স অব গরানহাটা’ নাটকে অভিনয় করে দারুন উচ্চ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।

 


অভিনেত্রী লকডাউনের মধ্যেই মনের মানুষ দ্বৈপায়ন ভৌমিকের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন।কিন্তু খাওয়াটা এখনো বাকি রয়ে গেলো বলতেই অভিনেত্রী হেসে জানালেন,”হ্যাঁ ঠিক সেটা(হাসি)।একদিন সকলকে একটা ট্রিট দিতেই হবে।”

বাংলা ছবির অবস্থা প্রসঙ্গে অভিনেত্রী সাক্ষাৎকার পর্বে বললেন,”আসলে বাংলা ছবি থেকে বাঙালিয়ানা চলে যাচ্ছে।কেউ যদি শিকড়টা ভুলে যায় তাহলে হবে না।বাংলায় অনেক ভালো ভালো সাহিত্য আছে,সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে।”

তিনি আরো বললেন,’শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি থেকে রাজনীতিটা দূরে রাখতে হবে।’
নতুনদের জন্য অভিনেত্রীর টিপস কেউ স্ট্রাগল করে বা হটাৎ করে সাফল্য পেতে পারে কিন্তু প্রতিনিয়ত তাকে গ্রূমড হতে হবে।প্রত্যেকটা অভিনেতা,অভিনেত্রীকে অভিনয়ে শান দিতে হবে প্রতিনিয়ত।”


অভিনেত্রীর কাছে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে অভিনেত্রী বললেন,”এটা তো একধরনের শোষণ।এই শোষণ তো সব ক্ষেত্রেই আছে।নতুন তো কিছু নয়!”
অভিনেত্রীর অবসর সময় কাটে পোষ্যদের সঙ্গে।পোষ্যরা অভিনেত্রীর সন্তানসম।

সাক্ষাৎকার:রামিজ আলি আহমেদ

ছবি:বাবান মুখোপাধ্যায়

মেকআপ অ্যান্ড হেয়ার:রনিতা দাস চন্দ্র