“আমি প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করি”:রেজওয়ান

আশুতোষ কলেজে স্নাতক করার সময় তিনি টুকটাক মডেলিং করতেন।কলেজের যে অনুষ্ঠান গুলো হতো সেখানে নাম দিতেন এবং বিজয়ী হতেন প্রায়ই।এভাবে কলেজে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।অনুষ্ঠান গুলোতে যে বিচারকরা আসতেন তাঁরা প্রত্যেকেই তাকে বলতেন “তোমার নায়ক হওয়া উচিত।”তার মনে তো একটা ইচ্ছে ছিলই।তার উপর ওনাদের মতো বিশিষ্টজনদের উৎসাহে তারও অভিনয়ের প্রতি আকর্ষনটা আরো বেড়ে গেলো।এইসময় ফেসবুকে এক পরিচালক তাকে দেখা করতে বললেন।তিনিই তাকে প্রথম সুযোগ দিলেন অভিনয়ের।এভাবেই সেদিনের সেই ছেলেটা হয়ে উঠলেন আজকের টেলিভিশন দুনিয়ার বাদশা।…তিনি রেজওয়ান রব্বানি শেখ।সকলের ভালোবাসার সানি

রেজওয়ানের প্রথম অভিনয় ‘ষোলআনা’ ধারাবাহিকে।তারপর ‘আঁচল’-এ কুশান রায়,’চোখের বালি’র বিহারী,’প্রতিদান’-এ নীল সেন।সম্প্রতি শেষ হয়েছে ‘সাঁঝের বাতি’।’সাঁঝের বাতি’ মেগায় রেজওয়ানকে আর্যমান মল্লিকের চরিত্রে সকলের মন জয় করেছেন।একজন অন্ধ ফটোগ্রাফারের চরিত্রে রেজওয়ানের অভিনয় দর্শক সমালোচক সবার কাছেই প্রশংসা কুড়িয়েছে।

টেলিভিশনের এমন একজন নায়ক যার প্রত্যেকটা ধারাবাহিক সুপারহিট।আপনাকে তো টেলিভিশনের সুপারস্টার বলতেই হয়।এই ধারাবাহিক সাফল্যর রহস্যটা কি জানতে চাইলে অভিনেতা হেসে জানালেন,”আমি জানিনা আমি টেলিভিশনের সুপারস্টার কিনা! যতটুকু সাফল্য পেয়েছি কাজের ক্ষিদে আর ভালোবাসা।আমি প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করি।আমার যখন শুটিং-এ আমার শট থাকে না আমি পরিচালকদের সহকারী হিসেবেও কাজ করি।”

তারমানে পরিচালক হিসেবেও রেজওয়ানকে পেতে পারি?উত্তরে,”এখনই সেরকম ইচ্ছে নেই।তবে ভবিষ্যতে হলেও হতে পারে।”

রেজওয়ান ক্রিকেট,ফুটবল,বাস্কেটবল, পিয়ানো বাজানো,কি বোর্ড বাজানো,হর্স রাইডিং সবেতেই পারদর্শী।নিজের চেষ্টায় গানটাও শিখেছেন।

কলকাতার খিদিরপুরে জন্ম ও বড় হয়ে ওঠা রেজওয়ানের স্কুলিং সেন্ট থমাস থেকে।তারপর আশুতোষ কলেজ থেকে বি এস সি করার পর দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে মিডিয়া সায়েন্সে মাস্টার্স।পড়াশুনায় বেশ মেধাবি রেজওয়ান।তাই বিজনেসম্যান বাবা চাননি অভিনয়ের মতো একটা অনিশ্চয়তার পেশা ছেলে বেছে নিক।তবে মা প্রথম থেকেই তাকে খুব সাপোর্ট করেছেন।এখন অবশ্য বাবা মা দুজনেই রেজওয়ানের সাফল্যে বেশ আনন্দিত।শুধু তাই নয় রেজওয়ান চান তার একমাত্র ভাই রামিজও অভিনয়ে আসুক।ইতিমধ্যে অভিনেতা দাদার সাথে মডেলিংও শুরু করে দিয়েছেন ভাই।

ভাই রামিজের সঙ্গে অভিনেতা
ভাই রামিজের সঙ্গে অভিনেতা

বিরিয়ানি,কাবাব অর্থাৎ মোগলাই খাবার রেজওয়ানের খুব পছন্দ।

 

নেহাল দত্তের পরিচালনায় রেজওয়ান ‘এ তুমি কেমন তুমি’ ছবিতে রেজওয়ান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।ছবিতে রেজওয়ানের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার।ছবিটিতে রেজওয়ানের অভিনয় সকলের নজর কেড়েছিল।

কিন্তু তারপর আর সেরকম ভাবে ছবিতে পাওয়া গেলো না কেন প্রশ্ন করতেই অভিনেতা বললেন,”আমার একটা মেগা শেষ হতে হতেই আরেকটা মেগার অফার চলে আসে।আর মেগাতে তো হেকটিক শিডিউল থাকে তাই আর ছবিতে অভিনয় করা হয়ে ওঠে না।”

 

 

এহেন অভিনেতা ইতিমধ্যে ‘পাখি’ নামে একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন।ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বাস্কেটবল চ্যাম্পিয়ন আকাংশা সিং।ছবিটির শুটিং,ডাবিং সবই কমপ্লিট।

অভিনেতার মনের মানুষ সম্পর্কে প্রশ্ন করতেই হেসে বললেন,”আমার স্পেশাল কোনো মনের মানুষ নেই।এই বেশ ভালো আছি নিজেকে নিয়ে।”

কিন্তু শোনা যায় আপনার নাকি প্রচুর বান্ধবী,”সেটা তো যাদের রটাবার কাজ তারা তো রটাবেই।আর গুজব হচ্ছে যখন তার মানে তো সেলিব্রিটি!!!”(খুব হাসি)

 

অভিনেতা চান অভিনয়ে নিজের স্বাক্ষর রেখে যেতে।টেলিভিশন, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই তিনি কাজ করতে চান।সুযোগ পেলে অভিনয় করতে চান হিন্দি ধারাবাহিক ও ছবিতে।

 

সাক্ষাৎকার: রামিজ আলি আহমেদ

চিত্ৰগ্রাহক: বাবান মুখার্জী

ওয়ার্ডড্রোব ও স্টাইলিং: জিৎ সত্যা

রুপসজ্জা: সৌমেন সেনগুপ্ত

কেশসজ্জা: রণিতা চন্দ্র

সিনেমাটোগ্রাফার: শুভজিৎ ভৌমিক