ক্রিসমাসের সন্ধ্যায় তন্ময় সাধকের নতুন গান ‘বিউটিফুল নারী’ প্রকাশ পেল
নিজস্ব প্রতিবেদক:ক্রিসমাসের সন্ধ্যায়
তন্ময় সাধক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল হিন্দী মিউজিক ভিডিও অ্যালবাম (Music Video Album) ‘বিউটিফুল নারী’ (Beautiful Nari)।গানটি মিউজিক কম্পোজ করেছেন তন্ময় সাধক।গেয়েছেন তিনি নিজেই।গানের কথা লিখেছেন
সায়ন্তন চট্টোপাধ্যায় (Lyricist Sayantan Chatterjee) ।
মিউজিক ভিডিও অ্যালবাম নির্মাণকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “প্রথমে হিন্দী ভাষায় এলো ‘বিউটিফুল নারী’, পরবর্তী সময় বাংলা সহ আরো কিছু ভাষায় ভাষান্তরিত হয়ে মুক্তি পাবে এই গান।”
সুরানাভ নন্দন ও দল (Suranava Nandan & Team)-এর ঝকঝকে চিত্র নির্দেশনায় কণ্ঠশিল্পী তন্ময় সাধক (Singer Tanmoy Saadhak)-এর পাশাপাশি এই মিউজিক ভিডিও অ্যালবাম-এ মডেল রূপে দেখা যাবে শতাব্দী, বনশিখা, বর্ষা ও নেহা-কে।
মনোলোভা গানের সাথে ঝকঝকে সম্পাদনার পাশাপাশি রাপ (Rap)-এর মোড়ক এই গানকে কিছুটা হলেও বাড়তি সৌন্দর্য প্রদান করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মিউজিক ভিডিও অ্যালবাম-এর স্বল্প পরিসরে ভাবনা ও মেকআপ-এ মুন্সীয়ানা দেখিয়েছেন মাহি চ্যাটার্জি (Theme & Make up Mahi Chatterjee)।
মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন গায়ক তন্ময় সাধক,মিউজিক ভিডিওর পরিচালক সুরণভা নন্দন,মেকআপ আর্টিস্ট মাহি চট্টোপাধ্যায়,মডেল শতাব্দী চক্রবর্তী ,শেলী চক্রবর্তী প্রমুখ।
বড়োদিনের সন্ধ্যায় আয়োজিত ‘সাকসেস পার্টি’ (Success Party)-তে হাজির ছিলেন ‘বিউটিফুল নারী’-র সাথে যুক্ত প্রত্যেক কুশীলব। আনন্দমুখর সন্ধ্যায় প্রত্যেকের মুখে লেগে থাকা হাসির ঝলক বুঝিয়ে দিয়েছে এই গানের ভবিষ্যত সম্পর্কে তাঁরা যথেষ্ট আশাবাদী।
ছবি:মৃত্যুঞ্জয় রায়