“পাড়ায় পাড়ায় পেটা ঢেঁড়া কে হবে সেরার সেরা?”
নিজস্ব প্রতিবেদক:পাড়ায় পাড়ায় ঢেঁড়া পিটিয়ে, এবছরের মতন সেরা পুজো গুলোকে নির্বাচন করে তাদের প্রাপ্য সম্মান দিয়েছে sheradurgapujo.com। সপ্তর্ষি ঘটক এর হাত ধরে ২০২২ থেকেই শুরু হলো এই নতুন পথ চলা। প্রথম বছরেই প্রতিযোগিতার রমরমা ছিল তাক লাগিয়ে দেওয়ার মতন। প্রাথমিক পর্যায়ে কলকাতা ও বিভিন্ন জেলার ২৭০ টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করায় প্রতিযোগিতায়, তার মধ্যে কলকাতার ১৫০টি ক্লাব কে বেছে নিয়ে সারা পুজো জুড়ে চলেছে পরিক্রমা, পুরস্কার বিতরণ, আরো নানান কাজ। প্রথম বছর শুধু কলকাতা জেলাতেই এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেয় shearadurgapujo.com এর দুই মূল পরিবেশক artisticgram.com এবং Kolkata Fashion Week।
কলকাতা জুড়ে হওয়া এই প্রতিযোগিতার সাফল্যের পেছনে সপ্তর্ষি আর তাঁর টীম ছাড়াও ছিল বিভিন্ন কোম্পানি, যাদের সহযোগিতা এই প্রতিযোগিতা কে এক উন্নত রূপ দিতে প্রধান ভূমিকা পালন করেছে। প্রথমেই বলতে হয় ফটোগ্রাফি আর ভিডিওগ্রফি পার্টনার “SHURUWAT” এর কথা, সারা পুজো জুড়ে পরিক্রমা এবং পুরস্কার বিতরণের ছবি আর সিনেমাটোগ্রাফী করেছে “Team SHURUWAT”, যা শীঘ্রই সম্প্রচারিত হবে, এই প্রতিযোগিতার ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার “SERIES NOW” ওটিটি প্লাটফর্মে। এছাড়াও ছিল ডিজিটাল মারেকেটিং পার্টনার “UNIBASK”। মেক-আপ পার্টনার “BE BONNIE”। হোর্ডিং পার্টনার “JK Advertising”। ফুড পার্টনার কার্তিক ব্যানার্জির “ঘরে বাইরে”। ইভেন্ট পার্টনার “E10 MEDIA”। পাবলিশিং পার্টনার “BOOKTOOK.IN” এবং ম্যাগাজিন পার্টনার “আনন্দ দিন”।
তৃতীয়া থেকে শুরু হয় sheragurgapujo.com এর পরিক্রমা, যা শেষ হয় পঞ্চমী তে। সারা দিন রাত এক করে, বেছে নেওয়া ১৫০টা ক্লাবে পৌঁছে যায় টীম artisticgram আর shuruwat, সাথে ছিল বিভিন্ন পেশা থেকে নির্ধারণ করা যোগ্য বিচারকেরা। যাদের মধ্যে বাবান মুখার্জি, অভিজ্ঞান মুখার্জি, প্রসূন সাহা, আদিত্রি চৌধুরী, সুমিত চৌধুরী এবং সৃঞ্জয় দাস অন্যতম। বিচারক’দের দেওয়া নম্বরের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সেরার সেরা, সেরা সুনয়নি, সেরা পরিবেশ বান্ধব, সেরা প্রতিমা (প্রথম, দ্বিতীয়, তৃতীয়), সেরা প্যান্ডেল (প্রথম, দ্বিতীয়, তৃতীয়) এবং সেরা আলোক সজ্জা (প্রথম, দ্বিতীয়, তৃতীয়)। সপ্তমী আর দশমী’তে সম্মানীয় অতিথি রূপাঞ্জনা মিত্র কে সাথে নিয়ে করা হয় পুরস্কার বিতরণ। এছাড়াও অথিতি হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা সাহা, গার্গী ঘোষ, অনুস্মিত্রা ঘোষ, রুচিরা বেড়া, সুলাগ্না বোস এবং আরো অনেকে।
sheradurgapujo.com এর সাথে কথা বলে জানা গেছে, যে শুধু এ বছর নয়, প্রতি বছর পুজোতে এরকম প্রতিযোগিতা তারা আয়োজন করতে চায়। এ বছরে হওয়া ছোট খাটো ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে, পরের বছর আরো বড় করে, আরো নতুন চমকের সাথে প্রতিযোগিতার উদ্যোগ নেবে Artisticgram. কলকাতার দুর্গা পুজোর মুকুটে যেন এক নতুন পালক যোগ করলো sheradurgapujo.com, এতে কোনো সন্দেহ নেই। তাই বারবার বলতে মন চায়:
“আসছে বছর আবার হবে
বছর বছর আবার হবে”