এবার হোলি পাহাড়ে
নিজস্ব প্রতিবেদক:সমতল ছেড়ে পাহাড়ে এই প্রথমবার সম্পূর্ণ অভিনব উপায়ে দোল উৎসব পালন করা হল কালিম্পং এর এক নামকরা হোটেল সুড গার্ডেন এ।
কলকাতার এক ভ্রমন সংস্থা PAC D BAG TOURS এর উদ্যোগে আয়োজিত প্রতি বছরের মত এইবারেও পূর্নিমার আগের রাতে ন্যাড়াপোড়া থেকে শুরু করে, রঙ বেরঙের আবীর খেলা আর তার সাথে পর্যাপ্ত ভাঙের শরবত ,এক অন্যতম মাত্রা এনে দিয়েছে সকল পর্যটককে। পূর্নিমার রাতে পাহাড়ী ঠান্ডা আবহাওয়ার মাঝে ধামসা মাদলের বাজনা আর আদিবাসী নৃত্যের তালে নেচে উঠেছেন শহর কলকাতার মানুষ।
PAC D BAG TOURS এর উদ্যোক্তা সুমেলী এবং পার্থ – যাদের সমবেত ভাবনায় এবারের বসন্ত আরও রঙীন হয়ে উঠেছে।