টলিউডের নতুন স্টার শুভম

✍️By Ramiz Ali Ahmed

হুগলি জেলার আরামবাগে জন্ম ও বড় হয়ে ওঠা।গ্রামের ছেলে হলেও ছোট থেকেই অভিনয় করার শখ ছিল।গ্রামে নাটক থিয়েটার যাত্রা করতেন।উত্তম কুমারের ছবি প্রচুর দেখতেন আর তাঁর জায়গায় নিজেকে কল্পনা করতেন।বাবা হাসান ইমাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।বাবার তিন তিনটে বিষয়ে স্নাতকোত্তর।দাদা,দাদার ছেলেরাও শিক্ষক।তিনি নিজেও উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক।শিক্ষক পরিবারের মানুষ তিনি।কিন্তু নেশা অভিনয়।আসলে বাবা হাসান ইমাম সাহেবও থিয়েটার করতে ভালোবাসতেন,নিয়মিত লেখালেখিও করে থাকেন।আর বাবার সেই গুনই শুভম পেয়েছেন।শুভমের নেশার জন্য খুলে ফেললেন নিজস্ব প্রযোজনা সংস্থা সোনম মুভিজ।সেখান থেকেই যাত্রা শুরু।

 

প্রথম প্রযোজনা করেন ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’।ছবিটি সেই ভাবে সফল না হলেও তিনি দমে যাননি।তিনি হার মানার ছেলে নন এরপর প্রযোজনা ও অভিনয় করলেন মল্লিকা সেনগুপ্তের উপন্যাস অবলম্বনে রেশমি মিত্রর পরিচালনায় ‘শ্লীলতাহানির পরে’তে।বড় বড় স্টারকাস্ট থাকলেও দর্শক সেইভাবে ছবিটা নিতে পারেনি।এরপর করলেন একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি ‘আমার চ্যালেঞ্জ’।পরিচালক নেহাল দত্ত,নায়িকা ঋত্ত্বিকা সেন।ছবিটা দারুন সফল হয়।১০০দিন অতিক্রম করে যায়।

খুব শীঘ্রই এসভিএফ থেকে আসছে রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ ‘ছবি বিশ্বাস’।শুভম জানালেন,”ছবি বিশ্বাস আপনাদের ভালো লাগবেই।ওখানে আমি আছি।আনন্দ শাহ বিশ্বাস,শুভাশিস মুখোপাধ্যায়, অনুরাধা রায় আছেন।রাহুল দা(মুখোপাধ্যায়) দারুন পরিচালনা করেছেন।খুব শীঘ্রই হইচইতে দেখা যাবে।”

আরেকটি ওয়েবসিরিজ ‘নেগ্রোফিলিয়া’-তে রয়েছেন শুভম।নেগ্রোফিলিয়া একধরনের রোগ যে রোগে আক্রান্তরা মৃতদেহের সঙ্গে যৌনতায় তৃপ্তি পায়।এখানে অভিনয়ে আছেন সৌরভ দাস,শুভাশিস মুখোপাধ্যায়,অর্ণ মুখোপাধ্যায়,সুমনা দাস,জিনা প্রমুখ।পরিচালনা করেছেন সানি রায়।ছবিটি সম্ভবত জি ফাইভে দেখানো হবে।

শুভম অভিনয় করেছেন সানি রায় এর হিন্দি ছবি ‘সল্ট’-এও।সল্ট-এ অভনয় করেছেন চন্দন রায় সান্যাল,ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২৩সালে।
নেহাল দত্তর পরিচালনায় ‘ছদ্মবেশি’ আসছে।শুভম জানালেন -খুব বড় স্টারকাস্ট নিয়ে এই ছবি।আমি ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার,সুপ্রিয় দত্ত,কাঞ্চন মল্লিক,বিশ্বজিত চক্রবর্তী,লিলি চক্রবর্তী।পরিচালনা করেছেন নেহাল দত্ত।মে মাসের শেষের দিকে মুক্তি পাবে।নেহাল দা অসাধারণ একজন পরিচালক।সবাইকে শিখিয়ে নেন।একদম শিখিয়ে নেন।”

 

তিনি আরো জানালেন,”পি বি চাকীর পরিচালনায় ‘পাকা দেখা’ ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করলাম।যদিও ছবিটিতে আমি অভিনয় করিনি।”

 


শুভমের আরেকটি ছবি “জান্নাত”ও মুক্তির অপেক্ষায়।জান্নাত মিষ্টি প্রেমের গল্প।ছবির কাহিনী লিখেছেন শুভমের পিতা হাসান ইমাম সাহেব।মুখ্য চরিত্রে আছেন শুভম ও শর্মিষ্ঠা।

রাখি সওয়ান্ত-এর সঙ্গে শুভম এর মিউজিক ভিডিও ‘খালি কা টেনশন’ যেটি জি ফাইভ থেকে রিলিজ করেছিল,প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে।এই মিউজিক ভিডিওটি করতে গিয়েই শুভমের সঙ্গে পরিচয় হয় বলিউডের ভাইজান সলমন খানের বডিগার্ড নাদিম ভাইয়ের সঙ্গে।আশা করা যায় সব ঠিকঠাক থাকলে সলমন খানের ‘কভি ঈদ কভি দেওয়ালি তে শুভম কে দেখা যাবে ইন্টারভিউ পর্বে এমনটাই জানা গেল।

দর্শনা বণিকের সঙ্গে ‘সোনা বন্ধু’ মিউজিক ভিডিওটিও দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে।

 

 

নিজের প্রযোজনা সংস্থা,অভিনয় আবার স্কুলের শিক্ষকতা এতকিছু সামলান কিভাবে?জবাবে শুভম মিষ্টি হেসে জানালেন,”সময় ভাগ করে নিই,রাতে যতটুকু ঘুমাই সেই সময়টুকু বাদে বাকী সময়টা কাজের মধ্যেই থাকি।স্কুলের চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু ছাত্রছাত্রীদের ভালোবাসা, কলিগরা কেউ ছাড়তে দিলো না।”

ভবিষ্যতে শুভম আরো ভালো ভালো অন্য ঘরনার ছবি করতে চান।হিন্দি বাংলা সহ সমস্ত ভাষাতেই কাজ করতে চান।

শুভম নিয়মিত সমাজিজ কাজকর্মও করে থাকেন।দু বছর লকডাউনে মানুষের পাশে সর্বদা থেকেছেন।
এহেন শুভমের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।