বিয়েটা পরিকল্পনা করে হয় না:তামিম

 

তিনি বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের ভালোবাসার গল্প শুনে পরামর্শ দেন ।তিনি বাংলাদেশের ‘রেডিও আমার’-এর জনপ্রিয় অনুষ্ঠান আমার ভালোবাসায় ‘লাভগুরু’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।এতক্ষনে বুঝে গেছেন কার কথা বলছি।হ্যাঁ ঠিকই ধরেছেন।তিনি তামিম হাসান।
আর এই লাভগুরুর ভ্যালেনটাইন দিন কাটবে রেডিওতে লাইভ শো করে ব্যস্ততার মধ্যেই।

তামিমের লাভগুরু হয়ে ওঠাটা সহজ ছিল না।লাভগুরু মানুষটা ঠিক কেমন?এ প্রসঙ্গে তামিমের উত্তর,”লাভগুরু একজন সাধারণ মানুষ।লাভগুরু অতি সাধারণ প্রেমিক।প্রেমিকার দেয়া সুখ দুঃখে সে সহজেই প্রভাবিত হতে পারে।অনেক ভেঙ্গে যাওয়া সম্পর্ক জোড়া লেগেছে লাভগুরুর স্টুডিওতে বসে।”
লাভগুরু বিয়ে প্রসঙ্গে বললেন ‘বিয়েটা পরিকল্পনা করে হয় না’।তাই আলাদা করে কোনো পরিকল্পনা নেই”।আজ প্রেম দিবসে দিনটা কাটুক ‘লাভগুরু’র সঙ্গে।

উল্লেখ্য তামিম হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা সাংবাদিক । কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের প্রেসিডন্ট তিনি । লাভ গুরু অনুষ্টানের উপস্থাপক হিসেবে ইয়ং জেনারেশন এর ক্রেজ তিনি ।