● প্রথম পর্যায়ে চালকদেরও লাগছেনা কোনও রকম সার্ভিস নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক আন্তর্জাতিক গাড়ি ভাড়া করার সংস্থা ইনড্রাইভার কলকাতায় তাদের পরিষেবা শুরু করতে চলেছে। সার্জ শূন্য এবং চালকদের জন্য বিনামূল্য পরিষেবার মাধ্যমে ইনড্রাইভার যাত্রী এবং গাড়িচালক উভয়ের জন্যই একটি স্বচ্ছ ব্যবসায়িক মডেল তৈরীর লক্ষ্যে কাজ করে চলেছে। এটি একমাত্র অ্যাপ ভিত্তিক গাড়ি ভাড়ার পরিষেবা যেখানে যাত্রীরা রিয়েল টাইমে গাড়ি বুক করার আগে ভাড়া নিয়ে দরদাম করার সুযোগ পান। চিরাচরিত অ্যাপ ক্যাব পরিষেবার থেকে স্বতন্ত্র ইনড্রাইভার পরিষেবার মূল লক্ষ্য গাড়ি ভাড়া নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়া। যদি কোনো যাত্রী একাধিক প্রস্তাব পান, তাহলে তারা অপেক্ষার সময়, ভাড়ার হার, গাড়ির মডেল এবং ড্রাইভার এর রেটিং এর উপর নির্ভর করে পছন্দমত রাইড বেছে নিতে পারবেন। ইনড্রাইভারের দক্ষিণ এশিয়া জনসংযোগ ম্যানেজার,পাভিত নন্দা বলেন,“সিটি অফ জয় কলকাতায় ইন্ডিভার পরিষেবা শুরু করার জন্য আমরা খুবই অধীর। ইনড্রাইভার এমন একটি পরিষেবা যা চালক এবং যাত্রীকে পরস্পরকে খুঁজে পেতে সাহায্য করে,এবং প্রত্যেক যাত্রার সময় স্বাধীনভাবে নিজেদের মধ্যে আলোচনা করে শর্ত ঠিক করে নেওয়ার ছাড়পত্র দেয়। যাত্রীরা আমাদের অ্যাপের মাধ্যমে ভাড়া সম্পর্কে নিজেদের প্রস্তাব কাছাকাছি থাকা চালকদের দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকেও পাল্টা একাধিক প্রস্তাব পান। গাড়িচালকরাও বেছে নিতে পারেন কোন ভাড়াটি তাদের পক্ষে যথাযথ। উদাহরণস্বরূপ, আমাদের অ্যাপের মাধ্যমে যাত্রীদের নিউ মার্কেট থেকে আলিপুর যেতে ভাড়া দিতে হবে ১৪০ টাকা এবং কিড স্ট্রিট থেকে ভিআইপি বাজার যেতে ভাড়া লাগবে ২৩০ টাকা।
Read more